কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ইস্যুকৃত শো-কজ নোটিশের জবাব দিয়েছেন এমপি পূত্র শাইখ আল জাহান।
বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গণের সমস্বয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটির নিকট। তবে এই কারণ দর্শানো নোটিশের জবাব কি দিয়েছেন তা কমিটির নিকট সন্তোষজনক হয়েছে কি না তা জানা যায়নি।
তবে কুষ্টিয়া জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি সূত্রে জানান হয়েছে, যে প্রেক্ষাপট বিশ্লেষনসহ প্রাপ্ত জবাবের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোন দন্ড প্রদান করা হয়নি, নির্বাচন কমিশনে প্রেরিত মতামত ভিত্তিক প্রতিবেদন পাওয়ার পর যা সিদ্ধান্ত দেয়া হবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল এক নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত জনগনের মাঝে অত্র এলাকার রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে কার্যত: নির্বাচনী আচরণ বিধিমালা- ২০০৮ এর ১২ ধারার বিধি লঙ্ঘন করেন।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয় এবং অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হওয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহা: আসাফ-উদ-দৌলা সাক্ষরিত চিঠিতে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়ে গত সোমবার ১১ ডিসেম্বর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহানকে এই নোটিস দিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে আলাপকালে আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান (শুভ্র) জানান, ‘বুধবার বেলা ১১ টায় আদালতে হাজির হয়ে আমার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যাসহ লিখিত জবাব দাখিল করেছি’।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি