তোমার কাছে আমি……🖋️
লেখক:ওবায়দুর রহমান সুমন
তোমার কাছে আমি,
অবিশ্বাসের উপমাহীন অভিনয় ভরা গল্প,
উপেক্ষিত প্রেমের হেঁয়ালি অনুভূতি,
অপেক্ষা নামক আর্তনাদের অবহেলার অজস্র যন্ত্রণা,
বোবা হৃদয়ের আত্মচিৎকারের পাগলামি কান্না।
বেলা শেষে মিথ্যার কাছে ঠকে,
সত্য-মিথ্যার মাঝে দাঁড়িয়ে,
মূল্যহীন ভাবছো আমায়।
মুখ আর মুখোশের পার্থক্য না বুঝে,
চলার পথে প্রতারিত হয়ে,
তোমার বিশ্বাস করতে না পারার গল্পের,
মহানায়ক আমি।
মানুষ গিরগিটির মত রং বদলায়,
কে প্রিয়জন আর কে-কার প্রয়োজন,
নিখুঁত অভিনয়ের ভয়ানক খেলা,
সবার সাথে মিলিয়ে ফেলেছো আমায়।
আমার কাছে তুমি,
ভাষাহীন সুমধুর সুর,
বলতে না পারা লুকায়িত দীর্ঘ নিঃশ্বাস,
হৃদয় গহীনে জমে থাকা হাজারো কথা,
বুক ভরা ভালোবাসার অশ্রুসিক্ত নয়নের গল্প,
জীবন নামের রূপকথায় তোমার কাছে,
হেরে যাওয়া উপন্যাস।