কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গ্রেফতারকৃত কর্মীর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান
কুষ্টিয়ায় একদফা আন্দোলনে বিএনপি হাজার হাজার নেতাকর্মীর নামে বিভিন্ন থানায় নাশকতা মামলা হয়।এবং গত একমাসে বিভিন্ন থানায় প্রায় একশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।কুষ্টিয়া জেলা বিএনপির নির্দেশনায় গ্রেফতারকৃত কর্মীর পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন – সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান ও হাটশ হরিপুর যুবদল নেতা সামিউল ইসলাম।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান বলেন- গত ২১ শে নভেম্বর কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে হাটশ হরিপুরের ৩ জন কর্মীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পরবর্তীতে নাশকতা মামলা দিয়ে জেলহাজতে প্ররণ করেন আদালত এরই প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কুতুব উদ্দিন আহম্মেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা ও নির্দেশনায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম।আমি অনতিবিলম্বে সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।