মানবিক বাংলাদেশ
———- মোঃ জাকির হোসেন সরকার
একটি মানবিক বাংলাদেশ চাই খুব আপন করে
যেখানে নিঃশঙ্ক চিত্তে শ্রাবণের ধারা ঝর ঝর ঝরে।
অবাধ আকাশে মুক্ত বিহঙ্গের নিশ্চিন্ত বিচরণ
আলোর ঝিলিকে লুকোচুরি করে বারিবাহ সমীরণ।
কখনো অবারিত মাঠ ফসলের ডালিতে সাজিয়া
দোয়েল শ্যামা ইহাদের নাচানাচি অনর্থক কাজিয়া।
সবুজ শ্যামল বনানী নিরহঙ্কার তরুলতা
সকলি একত্রে দাঁড়ায়ে অন্তহীন অবাক সমঝোতা।
কিশোরীর এলোকেশে ওড়নার সশ্রদ্ধ পরশ
কোনদিনও ছড়াবেনা অতি কথকতা সরস।
স্বাধীনতা অধিকার বোঝাপড়া পারস্পরিক
গড়ে তুলবে আস্থা বিশ্বাস স্নেহ ভালবাসা ঠিক।
নিশ্চিন্ত সকালে পাঠশালা পানে খোকা খুকু
অফিসে ছুটিছে তরুণ যুবক শঙ্কা নেই এতটুকু।
দেশপ্রেমিক দলীয় কর্মীর রাত হবে উদ্বেগহীন
প্রশাসন পুলিশ কাজ করবে চাপমুক্ত স্বাধীন।
২ নভেম্বর ২০২৩