বীরপুরুষের খোঁজে
———- মোঃ জাকির হোসেন সরকার
জনমানুষের অধিকার লাগি, যে করে রক্তদান
ইতিহাস হবে কোন একদিন, তার সেই অবদান।
পরাধীনতার শিকলে বন্দি, ভীরু বার বার মরে
সেই বীরপুরুষ, যে শহীদ হয় রণক্ষেত্রে লড়ে।
আজ যে তোমাকে অপরাধী ভেবে খুঁজিছে ভুলত্রুটি
কাল সে বলিবে ধন্যি ধন্যি, তোমার চরণে লুটি।
দুষ্কৃতকারী আর মুক্তিযোদ্ধার বিভেদ খুবই অল্প
বিজয়ী আর বিজিতের কাহিনী, পড় মহাযুদ্ধের গল্প।
বিজয়ী লেখে ইতিহাস আর শোকগাঁথা বিজিত
বিবেচনা এখন তোমার কাছে তোমাতেই সীমিত।
ঘরে বসে বসে মার খাবে তুমি, সহিবে কি অপমান?
নাকি শেলসম তাহা ফিরিয়ে দেবে, বাঁচাতে জাতির মান।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়নি আজও
ভোটাধিকার আদায়ের যুদ্ধে সাজো সবাই সাজো।
সময়ের দাবি যুদ্ধে যাওয়া, বীরত্বের রুপকথা
বিজয় দেবে রাজাসন তোমায়, বানাবে জাতির মিতা।
৩১ অক্টোবর ২০২৩
বটতৈল, কুষ্টিয়া