ঢাকায় ও কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর হামলা, হত্যা ও হত্যা হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। একই কর্মসূচী কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নও পালন করেছে।
মঙ্গলবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামানা ও সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস এবং কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকায় সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় একের পর এক সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে সাংবাদিকরা। আরটিভি রিপোর্টার শেখ হাসান বেলাল, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, বাংলাভিশন ও দেশরূপান্তর কুস্টিয়া প্রতিনিধি হাসান আলী, এনটিভি কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীসহ ৬ সাংবাদিকদের বালু সন্ত্রাসীদের নগ্ন হামলার ঘটনা এবং সর্বশেষ গতকাল রবিবার বিকেলে ইনডিপেন্ডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলনউল্লাহকে মুঠোফোনে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে করা প্রায় দুই ডজন মামলার চিহ্নিত এক সন্ত্রাসী মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দের অভিযোগ, ‘পুলিশ নি:লিপ্ত না থেকে এসব সন্ত্রাসীদের দ্রুত বিচারের মুখোমুখি করুক। না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি