মহাসমাবেশের পোস্টমর্টেম
———— মোঃ জাকির হোসেন সরকার
কাকরাইল, বিজয়নগর থেকে ফকিরাপুল
কোনখানেই ছিলনা মোদের একটু খানি ভুল।
বিজয়নগর থেকে ফকিরাপুল ছিল অনুমোদিত মাঠ
সমাবেশ শুরুর আগেই জমলো জনমানুষের হাট।
বরাদ্ধকৃত জায়গাটুকুতে হল না সংকুলান
চারিদিকে ছড়ালো মানুষ মুখে মুক্তির শ্লোগান।
জনস্রোতে ভীত হল রাতের ভোটের সরকার
প্রশাসনকে দিল নির্দেশ সভা বানচাল করবার।
উস্কানি ছাড়া বিনা কারণে পায়ে দিয়ে পাড়া
টিয়ার শেল আর শব্দ গ্রেনেড করল শুরু ছোড়া।
পুলিশ ভাইদের আচমকা এমন আচরণে
দিগ্বিদিক ছুটল মানুষ বাঁচতে জানে প্রাণে।
সুযোগ বুঝে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা মিলে
মারল মানুষ পুলিশ ভাই ডান্ডা লাঠি ঢিলে।
জখম হল হাজার হাজার সভায় নেই কথা
জিতল রাতের ভোটের রাজা হারল মানবতা।
কেন হল কিভাবে হল দায়ী হবে কে আর
তদন্ত একদিন হবেই হবে মানুষ পাবে বিচার।
এভাবে করে আর কতদিন গদি টিকবে ভাই
জেগেছে মানুষ জমিছে মিছিল পালাবার পথ নাই
২৯ অক্টোবর ২০২৩
সিক্রেট রেসিপি, শুলশান, ঢাকা