কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজি নং- খুলনা-২০৬৯)এর সাধারন সম্পাদক শামিম উল হাসান অপুর নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
দ্রুত সাংবাদিক নেতার নামে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কুষ্টিয়া প্রেস ক্লাব সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া সাংবাদিক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম এ জিহাদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য খালিদ হাসান সিপাই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য এনামুল হক, দপ্তর সম্পাদক এস এস মাহফুজ-উর রহমান ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হায়দার আলী।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, শামিম উল হাসান অপু কুষ্টিয়া সাংবাদি ইউনিয়নের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য।
সাংবাদিক নেতার নামে কোনো কারন ছাড়াই একটি মহল স্বপ্রণদিত হয়ে ষড়যন্ত্র করে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করেছে। এই মামলার মাধ্যমে সাংবাদিকদের কলম থামিয়ে দিতে চায়। সাংবাদিকদের অধিকার আদায়ের নেতৃত্বকে কৌশলে কুক্ষিগত করতেই এই মিথ্যা হয়রানিমুলক মামলা দেয়া হয়েছে। অবিলম্বে মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে অব্যাহতির দাবি জানায়।