কুষ্টিয়া দৌলতপুরে থানা পুলিশের রাতভর অভিযানে ৩০ জন জুয়াড়ী আটক হয়েছে। মঙ্গলবার ( ২৪ শে অক্টোবর) দৌলতপুর থানা পুলিশের এস আই সেলিম রেজা, এস আই সাব্বির হোসেন, এস আই শামিম সরদার সঙ্গীয় অফিসার নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমানিক ১০ টার পরে থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার, শশীধরপুর, সাতার পাড়ার দাস পাড়ায় ও কল্যানপুর বটতলা গ্রামে অভিযান পরিচালনা করে, জুয়া খেলা অবস্থায় ৩০ জনকে আটক করেন ।
আটককৃতরা হলেন, শ্রী শ্যামল কুমার দাস (৪০), পিতা-মৃত শ্রী কানাই চন্দ্র দাস, সাং-পিপুলবাড়ীয়া দাসপাড়া, মোঃ আঃ জলিল (৫০), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-ছাতারপাড়া, মোঃ হাসিবুল (৩২), পিতা-মোঃ হাশেম, সাং-ছাতারপাড়া, মোঃ মমিন খান (৫২), পিতা-মৃত নজির হোসেন খান, সাং-পিপুলবাড়িয়া, শ্রী কুমার দাস (৪০), পিতা-মৃত বলাই দাস, সাং-ছাতারপাড়া দাসপাড়া, শ্রী বাবলু দাস (৪৫), পিতা-মৃত গোপাল চন্দ্র দাস, সাং-পিপুলবাড়ীয়া দাসপাড়া, মোঃ ঠান্ডু (৪০), পিতা-মৃত নবিছ উদ্দিন, সাং-ছাতারপাড়া, মোঃ জিয়ারুল (৪০), পিতা-আকছেদ আলী, সাং-কামালপুর মধ্যপাড়া, মোঃ দেলোয়ার (৩৮), পিতা-মৃত আশকার আলী, সাং-ইউসুফপুর, শ্রী সনত দাস (৩২), পিতা-মৃত কমল দাস, সাং-ছাতারপাড়া দাসপাড়া, মোঃ খেড়– (৪০), পিতা-মৃত বার উদ্দিন মন্ডল, সাং-ছাতারপাড়া পশ্চিমপাড়া, সর্ব থানা-দৌলতপুর, মোঃ মুজিবুর রহমান (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল, মোঃ আনছার (৩৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, উভয় সাং-আমলা শাহাপুর, থানা-মিরপুর, মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-দলুয়া, থানা-ভেড়ামারা, মোঃ হেলাল হোসেন (৪০), পিতা-মোঃ মোতলেব মন্ডল, মোঃ মহসিন মালিথা (৩৫), পিতা-মৃত মোতালেব মালিথা, মোঃ রতন মালিথা (৩৭), পিতা-মোঃ রনজিত মালিথা, মোঃ শফি মন্ডল (৩৮), পিতা-মোঃ রজিমুদ্দিন মন্ডল, মোঃ মোশারফ হোসেন (৬৫), পিতা-মৃত দবির উদ্দিন মন্ডল, মোঃ আহসিন হোসেন (৩২), পিতা-মৃত মোতলেব মালিথা।
মোঃ কামরুজ্জামান (৪২), পিতা-মোঃ রুহুল আমিন মেম্বর, মোঃ বাবুল হোসেন (৪৫), পিতা-কাবের মালিথা, মোঃ নাইচ হোসেন (২৬), পিতা-মৃত মহরম মন্ডল,মোঃ নান্টু হোসেন (২৫), পিতা-মোঃ সাইদুল্লাহ মালিথা, মোঃ বিল্লাহ হোসেন (৪৩), পিতা-মৃত নুরাল মন্ডল সর্ব সাং-শশীধরপুর, মোঃ জাহিদুল ইসলাম (৪০), পিতা-মফিজুল ইসলাম, মোঃ সবুজ আহমেদ (৩১), পিতা-মোঃ রহিদুল ইসলাম উভয় সাং-দুখিপুর, মোঃ আশরাফুল ইসলাম(৩২), পিতা-মোঃ শহিদুল ইসলাম ,মোঃ শিপন(২০), পিতা-মৃত শহিদুল ,স্থায়ী: গ্রাম- কল্যানপুর বটতলা, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, আব্দুল গফফার(৩৪), পিতা-মৃত আঃ জব্বার গ্রাম-পাটুয়াকান্দি, উপজেলা/থানা- ভেড়ামারা, জেলা -কুষ্টিয়া।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার শশীধরপুর, ছাতারপাড়া, কল্যানপুর গ্রামে জুয়ার আসর বসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ৩০ জন জুয়াড়ী সহ জুয়া খেলার সামগ্রী আটক করা হয়েছে। তাদের নামে থানায় পৃথক তিনটা মামলা হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দৌলতপুর থানা এলাকায় জুয়া, মাদক সহ কোন সন্ত্রাসী স্থান হবেনা।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি