উন্নয়নের রোল মডেল
———— মোঃ জাকির হোসেন সরকার
“উন্নয়নের রোল মডেল” এর শ্লোগান সুমধুর।
ব্যাখ্যা উহার কোথায় পাব? ঘামছি দিন দুপুর।
“কিং মারটন” মার্কিনী এক সমাজবিজ্ঞানী
জনসমক্ষে আনল একদিন তত্ত্ব একখানি।
জ্ঞান বিজ্ঞানে নিত্য নতুন মহান আবিষ্কার
জীবন মানের সংস্কারে নতুন ব্যবস্থার।
তাদের কাছে সেটাই ছিল অন্য ছবি আঁকা
“রোল মডেল” এই আলাদা নামে, ভিন্ন ভাবে ডাকা।
কিন্তু আহা এই দেশেতে দেখতে মোরা পাই
নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনার লেশ মাত্র নাই।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছি আগে
এখনও মানুষ রাস্তায় থাকে ক্ষুধার্ত রাত জাগে।
বাজার ঘাটে, রাস্তার মাঝে, ময়লা ফেলি মোরা
বুদ্ধি বিবেক সচেতনতা আনবে দেশে কারা?
স্বাস্থ্যসেবায় হসপিটালের খরচ কোথায় পাবে?
সিন্ডিকেটের ডরে মানুষ বাজারে নাহি যাবে।
ট্রাফিক জ্যামে নাকাল মানুষ শহর একে বলে?
উন্নয়নের লম্বা কথায় ঢালছে টাকা জলে।
রোল মডেলের সংজ্ঞা তোমার এটাই যদি হয়
“কিং মারটন” অবাক চেয়ে থাকবে নিশ্চয়।
২৪ অক্টোবর ২০২৩
কমলাপুর, কুষ্টিয়া