কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদী থেকে আছিয়া খাতুন (৮) নামে এক শিশু মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে জেলের জালে আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আছিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আছিয়া ও তার খালাত ভাই মাথাভাঙ্গা নদীর পাড়ে খেলতে গিয়ে তারা দু’জনই নদীতে পড়ে যায়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আছিয়ার খালাত ভাইকে জীবীত উদ্ধার করলেও আছিয়াকে খুজে পায়নি তারা। প্রায় আধাঘন্টা পর নদীতে পেতে রাখা জেলেদের জালে উঠে আসে আছিয়ার মরদেহ।
নদীতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্মদহ মাথাভাঙ্গা নদী থেকে আছিয়া খাতুন নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মৃত শিশু ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।