কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেছেন, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি।
মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে আমাদের মধ্যে। নিজেকে ভাল রাখতে, খারাপ থেকে দুরে থাকতে হবে। নিজের ভালোর জন্য কাজ করে দেশ ও জাতির কল্যানে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার ( ১০ অক্টোবর) কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের সহযোগিতায় “রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আজগর আলী এসব কথা বলেন। এসময় প্রধান শিক্ষক মো: মাসুদ আল মামুনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার সাইদ মো: শামীম রহমান, রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মো: জহুরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের প্রশিক্ষক মুনতাসির আহমেদ, মনি মাহমুদ, নুরজাহান খাতুন আলো, আল বাশির সহ অত্র বিদ্যালয়ের প্রশিক্ষনার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিগণ কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহন কারীদের মাঝে সনদপত্র তুলে দেন প্রমূখ।