কুষ্টিয়ায় মেডিকেল ভিসা ও ট্যুরিস্ট ভিসার প্রসেসিং কেন্দ্র আস্থা ট্যুর এন্ড ট্রাভেলসের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (৭ ই ) রাত ৮টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের সুকান্ত বিপণি মার্কেটের দ্বিতীয় তলায় এ হাসপাতালের তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।
আস্থা ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সোহান ও ফাতেমা আক্তারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসন, সদস্য সৌরভ,কল্লোল,মানিক,মনো,দোলন নজু সহ প্রমুখ।
এ সময় কুষ্টিয়া আস্থা ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মো: সোহান বলেন,‘কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসার সহযোগিতার জন্য ভারতে যায় এছাড়া ভ্রমনের জন্য নিজের কাছে নানা রকম সমস্যা মনে হয় তাই আমার কুষ্টিয়া জেলাবাসীর স্বার্থে আস্থা ট্যুর এন্ড ট্রাভেলস চালু করেছি এখন আর মানুষের অসুবিধায় পড়তে হবে না। কুষ্টিয়াতেই মেডিকেল ভিসা ও ট্যুরিস্ট ভিসার প্রসেসিং সহ ভিসা ইনভাইটেশন লেটার, ডাক্তার এপয়েন্টমেন্ট, ডাক্তারের মতামত, হাসপাতাল নির্ধারণ, চিকিৎসা করার তথ্য, টেলিমেডিসিন সার্ভিস, ওষুধ সার্ভিস, এয়ার এম্বুলেন্স,ট্যুর পরিকল্পনা, ট্যুর প্যাকেজ, এয়ার ও ট্রেন টিকেট, হোটেল বুকিং সহ নানা ধরনের সেবা পাবে কুষ্টিয়া জেলা সহ সারদেশের মানুষ।
তিনি বলেন, ‘এ ছাড়া ভারতের থেকে ট্রিটমেন্ট নিয়ে আসা অথবা অপারেশন করার পর কারোর যদি স্বাস্থ্যগত পরামর্শ প্রয়োজন হয়, তাহলে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের অফিস থেকে ডাক্তারদের সঙ্গে কথা বলিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারব।’
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি