কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাঠ থেকে মাথা থেতলানো অবস্থায় খেরেজ আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পরে তার চেহারা বিকৃত করার জন্য মাথা থেতলে দিয়েছে হত্যাকারীরা এমনটায় বলছে স্থানীয়রা।
শনিবার (০৭ অক্টোবর) সকাল ১০টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার মাঠ থেকে এ মরদেহটি উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
নিহত খেরেজ আলী উক্ত এলাকার সুরুত আলী ফকিরের ছেলে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে সংগ্রামপুর মাঠে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। দোষীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।