কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পারিবারিক কলহে পূর্ব শত্রুতার জের ধরে সুজন ফকিরের (৩৪) উপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
শুক্রবারে বিকালে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ এলাকায় আব্বেসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সুজন ফকির সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে শালদাহ এলাকার মৃত তসলেম ফকিরের ছেলে।
সুজন ফকিরের উপর হামলাকারী এজাহার নামীয় আসামিরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ এলাকার সরোয়ার ফকিরের ছেলে মোঃ জীবন ফকির (৩০), মৃত আকআর ফকিরের ছেলে সরোয়ার ফকির (৫২), সরোয়ার ফকিরের স্ত্রী মোছা: রোজিনা(৫২),জীবন ফকিরের স্ত্রী মোছা: বন্যা খাতুন ও কুষ্টিয়া শহরস্থ হরিসংকরপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো: মিজু (৩৫)।
এজাহার সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো হাসুয়া লোহার রড, বাঁশের লাঠি, চলা কাঠ সহকারে বসত বাড়ীতে অনধিকারে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে এজাহার নামীয় আসামিগণ সংঘবদ্ধভাবে হামলা চালায়।
এ ঘটনায় সুজন ফকিরের দুলাভাই আলামিন হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং: ৯
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, উক্ত ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের পুলিশ কাজ চালাচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করা হবে।