তরুণ সমাজ সেবক ইমরুল হক লিংকনের চিন্তা ও চেতনায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া থেকে ধর্ম পাড়া পর্যন্ত ৯ টি ওয়ার্ডের যুব সমাজকে সঙ্গে নিয়ে একটি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ হতে যাচ্ছে।
অসহায় ছিন্নমূল শিশু এবং অসহায় মানুষের হয়ে কাজ করবে এই সংগঠনটি। “স্বপ্ন হোক সত্যি” এই স্লোগানকে সামনে রেখে চাপড়া ইউনিয়নের ২২ টা গ্রামে কার্যক্রম শুরু হবে।
ইমরুল হক লিংকন বলেন, এলাকার বিপথগামী তরুণ যুবকদের মাদকাসক্ত থেকে ফেরানো, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা রোধ, অনিয়ম দুর্নীতি বন্ধে ভূমিকা রাখতেই এই সংগঠনের যাত্রা শুরু। তিনি আরো বলেন, সামাজিক বনায়ন কর্মসূচি, অসহায় দুস্থদের চিকিৎসাসেবা, নিরাপদ সড়ক বাস্তবায়নসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ-যুবকদের পরিচালিত করা হবে।
সামাজিক সচেতনতা তৈরিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, জনসমাগমপূর্ণ এলাকায় বিভিন্ন সেমিনার, কর্মশালা, মতবিনিময় সভা করা হবে। এই মহতী উদ্যোগের জন্য সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করছেন ইমরুল হক লিংকন।