হরিপুরে ১০টাকার জন্য ১০বছরের শিশুর আত্নহত্যা।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে দশ বছরের শিশু মোছাঃ রাণী খাতুন (১০) গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আহত শিশু রাণী হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ নতুন পাড়ার বাসিন্দা মোঃ বাচ্চু মালিথার মেয়ে। আজ শনিবার ৩ই জুন সকাল ১০ টার দিকে নিজেদের বাসায় এই আত্মহত্যার চেষ্টা চালায় বলে পরিবার সূত্রে জানা যায়। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায়। কেনো বা কি কারণে এই আত্মহত্যার চেষ্টা করে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা শিশুটি এতটুকু বয়সে আত্মহত্যা করবে বিষয়টি ভাবনায় ফেলছে বলে জানায়। এই ব্যাপারে বোয়ালদাহ নতুনপাড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক জানান, সকালে রাণী বাড়িতে খেলা করতে ছিলো। এক পর্যায়ে তার মায়ের কাছে ১০টাকা চায় মা না দেওয়ায় জীদ করে ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। মা বাড়ির কাজ শেষে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিক হাসপাতালে নিলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।