মেয়র তাপসের বিরুদ্ধে নালিশ নিয়ে আপিল বিভাগে আইনজীবীরা।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।
বুধবার (২৪ মে) দিনের শুরুতেই প্রধান বিচারপতির আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে নিয়ে বিষয়টি উত্থাপন করেন আমীর উল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনিপন্থী শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ সময় আদালত পত্রিকার কপি জমা রাখেন এবং বলেন, আমরা বক্তব্য ভালো করে পড়ে দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।
তবে ব্যারিস্টার তাপসের বক্তব্যকে আদালত অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন আমীর উল ইসলাম। তিনি বলেন, এতে করে পুরো আইনীজীবী সমাজ যেমনি ক্ষুব্ধ হয়েছেন, তেমনি সারাদেশের মানুষ মনক্ষুণ্ন হয়েছে।