দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতার, এবং দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কুষ্টিয়া জেলা বিএনপি'র বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপি'র সন্মানিত সভাপতি "সৈয়দ মেহেদী আহম্মেদ রুমির" সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক "বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিনেরর" সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সন্মানিত ভাইস চেয়ারম্যান
" বাবু নিতাই রায় চৌধুরী"। উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক " মোজাক্কির রহমান রাব্বি " ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব "খন্দকার তসলীম উদ্দিন নিশাত "।
তারা বলেন যে এই সরকার অন্যায় অনিয়মের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে।তারা প্রশাসন দিয়ে বিরোধী মতাদর্শের কন্ঠ রোধ করে তাদের ব্যর্থতা ধামাচাপা দিতে চাই।তারা মেগা প্রজেক্টের নামে যে লুটপাট করেছে সেগুলো কে ঢাকতে চাই।তারা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরার বদলে বিভিন্ন সিণ্ডিকেট তৈরির মাধ্যমে দর বাড়িয়ে দিয়েছে। এভাবে আর বেশি দিন ক্ষমতার মসনদে টিকে থাকা সম্ভব নয় কারণ ছাত্র সমাজ সহ সকল শ্রেণি পেশার মানুষ আজ ফুসে উঠেছে এই জন বিচ্ছিন্ন সরকারের পতন অনিবার্য।
নেতৃদ্বয় তাদের বক্তব্যে বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কমানা করেন এবং অবিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি