কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম ফাইমকে নিখোঁজের ২৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯মে দুপুরের দিকে বরিশাল বাস টামিনাল বিআরটিসি বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৭ এপ্রিলে কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা শরিফুল ইসলাম ফাইম চাউল কিনতে গিয়ে খাজানগর থেকে ফেরার পথে নিখোঁজ হয়।
পরে তার মোটরসাইকেল (কুষ্টিয়া-এ- ১১-০৬৪১) ও মোবাইল কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে ব্যবহৃত মোটরসাইকেল,চশমা,মাস্ক,হেডফোন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকজন দেখে পুলিশে খবর দিলে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ বিষয়ে পরিবার স্বজনেরা জানতে পারেন চাউল ব্যবসায়ী হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গত ২৭ এপ্রিলে নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অজ্ঞাত ব্যাক্তিদের নামে অপহরণ মামলা করে। মামলার তদন্ত শেষে এস আই সুফল ও মুনসাদ দের সহযোগিতায় তাকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি তদন্ত চলছে।