কুষ্টিয়ায় ইউটব থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউন লোড করে কন্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীদের কাছে হোয়াটস্ অ্যাপ এ ম্যাসেজ প্রেরণ করে প্রাণ নাশে হুমকি প্রদর্শন করার অভিযোগে আল শাহরিয়ার অন্তর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
২৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল ইসলাম।
আটকৃত ব্যাক্তি হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের হারুন অর রশিদ এর ছেলে আল শাহরিয়ার অন্তর। এ সময় তার কাছ থেকে একটি স্যামস্যাম মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস বিফিং কালে পুলিশ সুপার বলেন ২৪ মার্চে একজন প্লাস্টিক পন্য বিক্রির ব্যবসায়ীক ফেরদৌস আলমের কাছে মোবাইল ফোনের মাধ্যমে কন্ঠ পরিবর্তন করে তাদের ছেলেদেরকে স্কুল থেকে তুলে নিয়ে হত্যা করবে বলে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ দিয়ে হুমকি প্রদান করে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় ঐ ব্যবসায়ীক কুষ্টিয়া মডেল থানায় চাঁদা দাবী ও প্রাণ নামে হুমকি দেওয়া একটি মামলা দায়ের করেন।
বিভিন্ন টেকনিক্যাল ডিভাইজ সাইবার ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনার চারদিন পার মিরপুর উপজেলা মির্জানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।
খালিদ সাইফুল,২৮ মার্চ ২০২৩