কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স টেকনোলজির (২০২২-২৩)ব্যাচের শিক্ষার্থীদের নবীণ বরণ ও (২০১৮-১৯)ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির চীফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রহমান।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন , স্বপ্ন বদলায়, কখনো-বা স্বপ্ন বদলাতে হয়। আর যারা স্বপ্নকে বদলাতে পারবে তারাই জীবনে সার্থকতা পাবে। এখন লাইব্রেরি সমৃদ্ধ, সেমিনার সমৃদ্ধ, হাতে স্মার্টফোন সমৃদ্ধ।এগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হবে।
আরো বলেন, তোমরা বিগত চার বছর এখানে থেকেছো বিদ্যা অর্জন করেছো। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে বিশ্বজয় করা। তোমাদের বিদায় দিচ্ছি না।
আমাদের অনুপ্রেরণায় যেনো তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমরা চাই বিশ্বজয় করে এসে আমাদের সাথে দেখা করতে আসো। যাতে তোমাদের উত্তরসূরীরা তোমাদের অনুসরণ করতে পারে।
এছাড়াও নবীনদের উদ্দেশ্যে বলেন, বিনয়ী হতে হবে ও বিদ্যা অর্জন করতে হবে। এজন্য এই বিভাগের কারিকুলাম, ল্যাব সবকিছুকে ভালোবাসতে হবে। যেদিন ভালোবাসতে পারবা সেদিনই তুমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও তাদের স্মারক প্রদানের পর বিভাগীয় প্রধান, কর্মকর্তাসহ শিক্ষার্থীবৃন্দদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খালিদ সাইফুল, পরিবর্তনের অঙ্গীকার
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি