পথশিশু কল্যাণ ট্রাস্ট রেজিস্ট্রেশন নং S-2873 ( 386)/2002, ৪৯৭৩/২০২০ তারিখ ০৬/০৯/২০২০ ইং মহামান্য হাইর্কোট এর রীট আদেশ বলে প্রাপ্ত অর্থসমূহ দ্বারা সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছে। ভিক্ষুক পুনর্বাসন সহ দেশে কতিপয় ক্ষেত্রে সেবা দান করে অত্র প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সওজ (rhd bd) এর ওয়েবসাইটে প্রদর্শিত ১৯/০২/২০২৩ তারিখের নোটিশ এর কার্যাবলী বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গন সমূহে বিনামূল্যে প্রেরিত হ্যান্ডওয়াশ/সাবান ঠিকমত ব্যবহৃত হচ্ছে কি-না এটা তদারকীর জন্য *স্বাস্থ্য ইন্সপেক্টর পরিদর্শক, সুপারভাইজার, ও ভিজিটর পদে* সারা বাংলাদেশ লোক নিয়োগ চলছে।
১। *স্বাস্থ্য ইন্সপেক্টর পরিদর্শক প্রত্যেক উপজেলা - ০৫ জন।*
শিক্ষাগত যোগ্যতা স্নাতক ।
*বেতন = ২৫,০০০ টাকা*
২। *সুপারভাইজার প্রতি থানাতে ১জন, ও *পৌরসভার ১ জন
শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচএসসি পাস।
*বেতন = ১৫,০০০ টাকা।*
৩। *ভিজিটর প্রতি থানাতে/ উপজেলায় ২০ জন।*
শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ।
*বেতন - ৮,৩০০ টাকা।*
বয়স ১৮ থেকে ৩২।
*পথশিশু কল্যাণ ট্রাস্ট সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে । শুধুমাত্র এই মানবিক কাজ করতে আগ্রহী প্রার্থীরাই আবেদন করবেন ইমেল এ?*
*আবেদন শুরু ১৬/০৩/২৩থেকে আগামী ২৫ /০৩/২০২৩ তারিখে বিকাল ৫:০০ ঘটিকায় শেষ।*
শুধু মাএ কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুর এ ৪ জেলা *আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন
*আগ্রহী প্রার্থীদের*
১. বায়োডাটা,
২. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি,
৩. ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ,
৪.নাগরিক সংক্রান্ত ইউপি চেয়ারম্যান সনদ,
৫. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি।
*মেইল করতে হবে পথশিশু কল্যাণ ট্রাস্টের পক্ষে। মো: রাকিবুল ইসলাম । সহকারী পরিচালক খুলনা বিভাগ।
মেইল করার ঠিকানা।
*dcopathashishukalyantrust@gmail.com* যোগাযোগ,০১৩০২৮৪৭৭৪৮
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি