প্রায় ১ যুগের বেশি সময় পর সদর উপজেলার ৭টি ইউনিয়নের কমিটি অনুমোদন দিয়ে প্রশংসায় ভাসচ্ছেন মাজেদ বাদশা।
অঙ্গীকার ডেস্ক :
কুষ্টিয়া সদর উপজেলা ৭ টি ইউনিয়নের কমিটি অনুমোদন দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার আহ্বায়ক আব্দুল মাজেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা সাক্ষরিত গত ১৩ ই মার্চ কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শফিক বিষয়টি নিশ্চিত করেন।দীর্ঘদিন পর এই কমিটি নিয়ে প্রশংসায় ভাসচ্ছেন মাজেদ -বাদশা । দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে কর্মীদের মাঝে হতাশা ছিল নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কমিটি দেওয়া হয়। অনেক দিন পর কমিটি অনুমোদন দেওয়ায় কর্মীরা অনেক উৎফুল্ল।
নবগঠিত কমিটির হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক -সাকিব আল হাসান (সাহাবুল)বলেন-
দীর্ঘ ১৭ বছর আগে হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের কমিটি ছিল কিন্তু এই কমিটির কোন কর্মকাণ্ড ছিলো না।মাজেদ ভাই ও বাদশা ভাই আমাদের হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দিয়েছেন। এবং আমাকে এই ইউনিয়নের দায়িত্ব আমাকে আর্পন করেছে তাই আমি অসংখ্য ধন্যবাদ জানায় কুষ্টিয়ার গণ মানুষের নেতা কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ও কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে। বিশেষ কৃতজ্ঞতা জানায় মাজেদ ও বাদশা ভাইকে।
হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম মুন্না বলেন-দীর্ঘদিন পর হাটশ হরিপুর ইউনিয়নের কমিটি ঘোষণা হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। এবং সামনের সকল আন্দোলন সংগ্রাম কে বেগবান করার লক্ষে আমরা হাটশ হরিপুর ইউনিয়ন যুবদল রাজপথে থাকবো।