কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে ১ বছরে ১ টি বিয়ের টাকা দিয়ে বাকী টাকাগুলো হরিলুট করেছে ইউনিয়নের কাজী মোজাফফর ও সমাজপ্রধানরা।
জানা যায়, ইউনিয়নের প্রতিটি বিয়ে থেকে ১০০ টাকা ২০০ টাকা করে নিলেও তা গোরস্থানে জমা না দিয়ে টাকা আত্মসাৎ করে গোরস্থান কমিটিকে দেখিয়েছে ৪০০ টাকা। হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থান কমিটির ১৬ মার্চ ২০২২ থেকে ৩ মার্চ ২০২৩ পর্যন্ত ১ বছরের আয়ব্যায়ের হিসাবে ৪০০ টাকা দেখিয়েছে গোরস্থান কমিটি।
ইউনিয়নের বাসিন্দারা বলেন, "আমরা প্রতিটি বিয়ে বাবদ গোরস্থান কমিটিকে টাকা দিয়ে থাকি এই টাকা কোথায় গেল। হরিপুরের মোজাফফর কাজী দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে চাকরি করে এতো টাকার মালিক কিভাবে হলো বাড়ি গাড়ি লক্ষাধিক টাকার জমি কিনেছে এটাকার উৎস কি? কেন কাজী এত টাকা আত্মসাৎ করলো। আর যদি সমাজ প্রধানরাই নেবে তাহলে কেন টাকা জমা দিলো না তারা।
আরো বলেন, "আমরা এই টাকা দিয়েছি আর এই টাকা নিজে নিয়ে পকেট ভরবে এটা কখনো হয় না। এটা সুষ্ঠু তদন্ত করে কাজীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক"।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন,সে যেই কাজীই হোক বা সমাজ প্রধান হোক গোরস্থান বাবদ এই টাকা গোরস্থান কমিটিকে না দিয়ে নিজে নিয়ে নিবে এটা একটা বড় ধরনের অন্যায়। কাজীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থান কমিটির অর্থ সম্পাদক মোহাঃ আবু হেলাল সোনা বলেন, আমাদের এই ১ বছরে বিবাহ বাবদ মোট ৪০০ টাকা জমা দিয়েছে।সেটা যেটা বিবাহ বাবদ দিয়েছে আমরা সেটাই নিয়েছি।
এবিষয়ে হাটশ হরিপুর ইউনিয়নের কাজী মোঃ মোজাফ্ফারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোরস্থান বাবদ টাকা নেওয়া হয় এটা সত্য কিন্তু এই টাকা নেওয়ার কোন বিধিবিধান নেই তবে প্রতিটি সমাজ যারা নিয়ন্ত্রন করে তারা এই টাকাগুলো নেই কিন্তু এই টাকা তারাই জমা দেই এবং আমিই তাদের নিতে বলি। কয়টাকা গোরস্থানে জমা হলো না হলো এটা আমার দেখার বিষয় না"।
খালিদ সাইফুল/কুষ্টিয়া ৯৩২৩
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি