কুষ্টিয়ায় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাঁধা, জেলা বিএনপির সংবাদ সম্মেলন
কুষ্টিয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে।
শনিবার সকালে কুষ্টিয়া ত্রিমোহনী বাইপাস সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হচ্ছিল। এসময় পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
এবিষয়ে দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলনে করেন কুষ্টিয়া জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় প্রতিনিধি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য আমরা একত্রিত হচ্ছিলাম। সে সময় পুলিশ সাঁজোয়া গাড়ি সহ এসে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। এতে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ সহ ১৫/২০ জন আহত হয় এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঙ্গল সরকার সহ আনুমানিক ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।
এছাড়াও গত রাতে কুষ্টিয়ায় বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করে এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু সহ ৫ জনকে গ্রেফতার করে। সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী উপজেলার নেতাকর্মীরা আসতে পথে মধ্যে পুলিশ বেরিগেট দিয়ে মারধর করে ছত্রভঙ্গ করে দেয়। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ নানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।