যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিল্পায়ন যেমন দরকার তেমন-ই কৃষি জমিও লাগবে। মিরসরাই ইকোনমিক জোন চরাঞ্চল হচ্ছে। সেখানে কোনো ফসলি জমি নেয়া হয়নি। ভবিষ্যতেও কোনো কার্যক্রমে ফসলি জমি নষ্ট করা যাবে না। আমরা ফসলি জমি নষ্ট করবো না।
ঠিক সেই সময় প্রশাসনের নাকের ডগায় বসে ফসলি জমির মাটি বিক্রি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন "রহমত ও পিকলু"।
কুষ্টিয়া মিরপুর থানার পাশে ০৩ নং ওয়ার্ড কলেজ পাড়া মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের পেছনে চলছে ফসলি জমি'র মাটি কেটে নানান যায়গায় বিক্রিতে মেতে উঠেছে এই কুচক্র মহল।
জানা যায়, ০৩ নং ওয়ার্ড বাজার পাড়া গ্রামের "রহমত ও পিকলু" নামের ব্যক্তিদের সাহায্যে চলছে এরকম মাটি বানিজ্য,রহমগ একই উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও বর্তমান বাজার পাড়া গ্রামে তার শশুর বাড়ি থেকে একই গ্রামের মৃত রবজেলের পুত্র পিকলু'র সাহায্যে এই বানিজ্য চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন।
এ বিষয়ে পিকলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সম্ভব হয়নি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি