কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের "পুরাতন কুষ্টিয়া যুব সমাজ" কর্তৃক প্রথমবারের মতো আন্তঃজেলা জয় বাংলা নাইট ক্রিকেট (গুড্ডু) টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।
১ ফেব্রুয়ারি বুধবার পুরাতন কুষ্টিয়া ৯নং সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলাটি অনুষ্ঠিত হবে।
উক্ত টুর্নামেন্টের বিজয়ী দল পাবে একটি খাসি ছাগল ও রানার্সআপ দল পাবে দুইটি রাজহাঁস। খেলায় এন্ট্রি ফি ১২০০ টাকা।
খেলার নিয়ম প্রতি দলে ৫ জন খেলোয়ার খেলতে পারবে। খেলাটি ৬ ওভার করে হবে। একজন সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবে।খেলাটি ফাইভ স্টার বলে হবে।এন্ট্রি ফিস খেলা শুরু হওয়ার আগে পরিশোধ করতে হবে। দলের নাম লেখানোর সময় ২০০ টাকা জমা দিতে হবে।
কমিটির সিন্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে |
টিম এন্ট্রি করার জন্য যোগাযোগের ০১৭৬১৩৫৫৫৮৪ ( রনি) ০১৮৪৫০২৩৮৪৬ ( জুয়েল)
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি