কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পিতমবরহসী গ্রামে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে রতন আলী শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন রতন আলী শেখ । আজ বাড়ির ভেতরে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যান তিনি। পরে স্বজনরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রতনের বড় ভাই মোঃআকাশ আলী জানান, আমার ছোট ভাই রতন শানদিয়ারা দাখিল মাদ্রাসায় ৯ শ্রেনীতে পড়তো। আজ তার আরবী পরিক্ষা ছিল। রতন পরিক্ষা দিয়ে এসে ব্রাজিলের পতাকা কাঠাল গাছ থেকে সুপারি গাছে টাঙানোর জন্য গাছে ওঠে। তার হাতে হাতা কাঁচা বাশ কারেন্টর মেইন লাইনের উপর পড়ে গেলে আমার ছোট ভাই রতন বিদ্যুৎ স্পষ্ট হয়ে প্রায় ১ মিনিট গাছে ঝুলে ছিল তারপর একাই নিচে পড়ে গেলে বাড়ির অন্য সবাই চিৎকার করলে আমরা ছুটে গিয়ে রতনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ছোট ভাই রতনকে মৃত ঘোষণা করেন।
নিহত রতনের চাচা জাহিদুল ইসলাম জানান, আজ দুপুর আনুমানিক ২টার দিকে আমার ভাতিজা আমাদের বাড়িতে কাঠাল গাছে ব্রাজিলের পতাকা টাঙানো ছিল। সেই পতাকা খুলে সুপারি গাছে টাঙানোর জন্য রতন গাছে উঠে তার হাতে থাকা বাঁশের কুটা কারেন্টের মেইন তারে পড়লে বিদ্যুৎ সক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রতন। ছেলে-মেয়েরা চেঁচামিচি শুরু করলে আমরা ছুটে গিয়ে রতন কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক রতন আলী শানদিয়ারা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিলেন। নিহত রতন আলী শেখ (১৪) কুমারখালি উপজেলার পিতমবরহসী গ্রামের মোঃ শহীদের ছোট ছেলে।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।