“দশ দিকেতে পড়ব লুটে” শ্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় হ্যালো নিউজ ২৪.কমের এর আয়োজনে দুই দিনের শিশু সাংবাদিক কর্মশালার সমাপনী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় শহরের খেয়া রেস্তোরা সম্মেলন কক্ষে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় জেলার প্রবীন সাংবাদিক, বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক, বিটিভির নিজস্ব প্রতিবেদক, কুস্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও লেখক আব্দুর রশিদ চৌধুরী এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন হালদারসহ সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সনদ বিতরণ সম্পন্ন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, মিরপুর মাহামুদা চৌধুরী ডিগ্রী কলেজের শিক্ষক আশরাফুজ্জামান, লেখক সরকার মোঃ আখতারুজ্জামান হাফিজ সরকার ও মহিবুল হক।
সনদ বিতরণকালে বক্তারা বলেন, দুই দিনের কর্মশালায় অংশ নেয়া শিশু সাংবাদিকরা দেখা থেকে লেখার কৌশল শিখে তাদের চারপাশে নিত্যদিনের নানা অসংগতির চিত্র তুলে ধরার মধ্যেদিয়ে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের এই আয়োজনকে সার্থক ও ফলপ্রসু করে তুলবে। সেই সাথে সমস্যা ও সম্ভাবনার সংবাদ তুলে ধরে দেশ ও জাতির উন্নয়নের অংশীজন হওয়ারও যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে কর্মশালা থেকে হাতে কলমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
উল্লেখ্য ইউনিসেফ’র সহযোগিতায় হ্যালো বিডি নিউজ ২৪ ডট কম’র উদ্যোগে দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক এ কর্মশালায় কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সাংবাদিক আফরিন মিম। শনিবার বিকেলে শিশুদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপনী হয়।