কুষ্টিয়ায় ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ডিপিএফের উদ্যোগে ৪দিন ব্যাপী আগাছা দমন, বৃক্ষ রোপন, খেলার মাঠ পরিস্কার, খেলাধুলাসহ নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় যুব দিবস ২০২২ পালনের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা গ্রামের ঈদগাহ মাঠে সানমুন ক্লাব ও পাঠাগারের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনীতে প্রধান অিিতথি ছিলেন যুব উন্নয়নের উপ পরিচালক মো: রিয়াজুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ডিপিএফ কুষ্টিয়ার সহসভাপতি হাসান আলী, শিল্পোদ্যোক্তা নায়েব আলী, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। সমগ্র আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডিপিএফ কুষ্টিয়ার সাধারণ সস্পাদক যুবনেতা আসাদুজ্জামান।
গত ০১নভেম্বর জাতীয় যুবদিবসের দিনে বর্ণাঢ্য র্যালীসহ স্থানীয় তরুন যুবদের সমন্বয়ে স্থানীয় খেলার মাঠ ও গোরস্থানের আগাছা দমন, ২য় দিনে সেখানে নানা জাতের বৃক্ষ রোপন, ৩য় দিনে ঈদগাহ মাঠের সংস্কার করা হয় এবং সমাপনী দিবসে শুক্রবার স্থানীয় তরুন যুব ও শিশু কিশোরদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত স্থানীয় গন্যমাম্য ব্যক্তিবর্গ ও অতিথিদের হাত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় স্থানীয় একজন শিল্প উদ্যোক্তা নায়েব আলী এবং একজন ইউপি সদস্য রবিউল ইসলামকে সমাজ সেবক হিসেবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সমগ্র আয়োজনকে সার্থক ভাবে সমন্বয় করেন ‘সবার সাথে শিখবো প্রতিবন্ধী সংস্থা’ সানমুন ক্লাব ও পাঠাগার, এবং ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী।