পাঁচদিনেও সন্ধান হয়নি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের জিন্না আলীর ছেলে বুদ্ধি প্রতিবন্ধী সেতুর। গত ৫ দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে সেতুর ছোট ভাই সিজান। যাহার জিডি নংঃ১৫৫১
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সর্বশেষ সেতুকে তার নিজ এলাকা শালদাহে দেখা যায়। তারপর থেকে তাকে কেউ দেখেনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় সেতুকে খুঁজতে বের হয় তার পরিবার। কিন্তু কোথাও না পেয়ে আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করলেও সেতুর সন্ধান পাওয়া যায়নি।
সেতু বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে খয়েরী রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট পরনে ছিলো। যদি কেউ বুদ্ধি প্রতিবন্ধী সেতুর সন্ধান জেনে থাকেন তাহলে ০১৭২০-২৩২৬৪৪ (সেতুর ছোট ভাই সিজান) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।