কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীন লাল তেঁতুল গাছ থেকে মাটিতে পড়ে মোঃ ইকরাম (১৬) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোঃ ইকরাম কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে ও মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে দুই ভাই বোনের মধ্যে ছোট। তাঁর বাবা একজন ভ্যানচালক।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার স্কুলছাত্র ইকরাম খোকসা উপজেলার হিজলাবট গ্রামের নানা বাড়িতে গিয়েছিল। বিকেলে সেখানকার প্রায় ৩০০ বছরের প্রাচীন লাল তেঁতুল গাছে তেঁতুল পাড়তে উঠেছিল। তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে মাথা ও কানের পর্দা ফেটে যায়। প্রচুর রক্তপাত হলে স্বজনরা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এরপর ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়।
এব্যাপারে নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, নানা বাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ছিল।
সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেখানে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ জীবন যুদ্ধে হেরে যায় ইকরাম।
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, হিজলাবটের লাল তেঁতুল গাছ থেকে পড়ে ওই স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢামেকে মারা যান।