কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন -কৃষকনেতা এ্যাডঃ নূরুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব এ্যাডঃ নূরুল ইসলাম নুরুল।
আজ বিকেল ৩.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের হলরুমে জেলা কৃষকদলের নবনির্বাচিত সদস্য সচিবকে জেলা আইনজীবী ফোরামের নেতারা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন -কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি-এ্যাডঃমাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক -এ্যাডঃ হাফিজুল ইসলাম মুনির,সিনিয়র সহ-সভাপতি- এ্যাডঃআব্দুল ওয়াদুদ, সিনিয়র আইনজীবী এ্যাডঃআলহাজ্ব আব্দুল মজিদ, সহ-সভাপতি- এ্যাডঃআসাদুজ্জামান (মিলন),সিনিয়র যুগ্ম সম্পাদক -এ্যাডঃবুলবুল আহম্মেদ, যুগ্ম সম্পাদক -এ্যাডঃহাসান রাজ্জাক রাজু,সিনিয়র সদস্য এ্যাডঃআজমল হোসেন,সাংগঠনিক সম্পাদক-এ্যাডঃএস এম শাতিল মাহমুদ, এ্যাডঃ এম জি মাহমুদ মন্টু, এ্যাডঃ রেজাউল করিম, এ্যাডঃ সাইফুল ইসলাম দিপু, এ্যাডঃখাইরুজামান খাইরুল,এ্যাডঃখন্দকার তরিকুল ইসলাম সাগর,এ্যাডঃমোকাদ্দেস আলী, এ্যাডঃআবুল হাসিম বাদশা,এ্যাডঃগৌতম কুমার ঘোষ,এ্যাডঃ কাজল রেখা, এ্যাডঃ জুয়েল রানা,আয়কর আইনজীবী আব্দুল হান্নান,এ্যাডঃ শামসুনাহার সীমা, এ্যাডঃজাকিয়া তামান্না রুনা,এ্যাডঃ কামরুনাহার কান্তা, এ্যাডঃআহসান হাবীব লিংকন, এ্যাডঃতোজাম্মেল হক,এ্যাডঃফারজানা মিলি,সহ শিক্ষানবিশ আইনজীবী- আইনজীবী ছাএ ফোরামের সভাপতি আহমেদুর রহমান রাব্বি,বকুল আলী,মাহফুজ অভি,আব্দুল মজিদ, রাশিদুল ইসলাম সহ প্রমূখ।