কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ায় নিজ শয়নকক্ষে ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাব্বির(৩৯) কে জবাই করে হত্যা মামলার এজাহার ভুক্ত অভিযুক্ত নিহতের ২য় স্ত্রী সদর উপজেলার শামসুল ইসলামের কণ্যা রজনী খাতুন(২৫) এবং রজনী খাতুনের পূর্বের স্বামী বাড়াদি উত্তরপাড়া গ্রামের মৃত: হানু মালিথার ছেলে আতিউর রহমান ওরফে আতাই (৩০) কে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুটিও উদ্ধার করেছে বলে পুলিশের দাবি।
বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় এই সংক্রান্ত বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে ব্রিফিং করে বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার এজাহার নামীয় অভিযুক্ত রজনী খাতুনের পূর্বের স্বামী আতিউর রহামান ওরফে আতাইয়ের সাথে বিচ্ছেদ হওয়ার পর গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রজনী খাতুনকে বিয়ে করেন শহরের আড়–য়াপাড়া এলাকার বাসিন্দা মৃত: রমজান আলীর ছেলে ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাব্বির। তবে সাব্বিরের সাথে বিয়ে হওয়ার পূর্বেই রজনী খাতুন তার পূর্বের স্বামীর সাথে হৃদ্যতা গড়ে উঠে। ঠিক এমন পরিস্থিতিতে নিহত সাব্বিরের সাথে রজনী খাতুনের বিয়েটা মেনে নিতে পারেনি আতিউর রহমান আতাই। এ নিয়ে সন্দিগ্ধ এজাহার নামীয় অভিযুক্তদের সাথে নিহত সাব্বিরের দ্বন্দ সৃষ্টি হয়। সেই দ্বন্দের জের ধরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রজনী খতুনের সাথে যোগসাজসে আতিউর রহমান ওরফে আতাই গত ০৩অক্টোবর গভীর রাতে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ী মেজবা উদ্দিন সাব্বিরের গলায় ধারালো চাকুদিয়ে জবাই করে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাই পুলিশের কাছে সমগ্র হত্যাকান্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। গ্রেফতার আতিউর রহমান আতাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় হত্যা মামলাসহ অন্তত অর্ধডজন বিভিন্ন গরুতর অপরাধে জড়িত থাকার দায়ে মামলা আছে।
উল্লেখ্য ব্যবসায়ী মেজবা উদ্দিন সাব্বিরকে হত্যার অভিযোগ এনে নিহতের বড়বোন শহরের আড়ুয়াপাড়ার বাসিন্দা মৃত: রমজান আলীর কন্যা মোছা: রাবেয়া খাতুন বাদি হয়ে দুই জনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি