কুষ্টিয়ার কুমারখালীতে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে গণধর্ষণের অভিযোগে কুমারখালী থানায় করা মামলার এজাহার নামীয় আলামিন হোসেন (২৪) নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১২। রবিবার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যামেপর একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। সোমবার সকালে এবিষয়ে কুষ্টিয়া র্যাব-১২ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের প্রেসবিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতার আলামিন উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের স্কুল পড়–য়া দশম শ্রেণীর এক ছাত্রীকে পাশর্^বর্তী আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিন হোসেন (২৪) ফুসলিয়ে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ইমন ও রাকিব নামে সংগীয় আরও দুই বন্ধু মিলে গণধর্ষন করে। অভিযুক্তরা নিজেরাই আবার ধর্ষণের ঘটনাটি ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর দাদি বাদি হয়ে ২০২২ সালের সেপ্টেম্বরের ২২ তারিখে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারায় অভিযোগ এনে আলামিন রাকিব ও ইমনের নামোল্লেকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
এজাহার নামীয় অভিযুক্ত আলামিনকে গ্রেফতার করতে পারলেও ইমন ও রাকিব পলাতক থাকায় তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানালেন র্যাব কর্মকর্তা।