কুষ্টিয়ায় নাগরিক সেবা প্রাপ্তির লক্ষ্যে সরকারী কর্মকর্তাদের জবাবদীহিতার মাধ্যমে নানাবিধ সেবা নিশ্চিতে “গণশুনাণি” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়ার উদ্যোগে এ গণশুনাণিতে অংশ নেয় কুষ্টিয়ার জেলার তৃণমূল অঞ্চল থেকে আগত ভুক্তভূগি ও সাধারন সেবা গ্রহীতারা।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়ার সভাপতি মাহবুবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়ার সাধারন সম্পাদক আসাদুজ্জামানের পরিচালনায় গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ-জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক, শিক্ষা ও আইসিটি) শারমিন আখতার, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কুষ্টিয়ার সহ-সভাপতি হাসান আলী।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা তাদের দৈনন্দিন নাগরিক জীবনের নানাবিধ অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে জেলার সাধারণ নাগরিক সেবা, জলবায়ূ পরিবর্তন জনিত সংকট মোকাবেলার উদ্যোগ গ্রহণ, সরকারী ভাতা, কৃষি বিষয়ক সমস্যা, স্থানীয় সরকার বিভাগ হতে প্রাপ্য নাগরিক সেবা, ভূমি সেবা, জনদূর্ভোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় তাৎক্ষনিক জেলা প্রশাসকের হস্তক্ষেপে বয়স্ক ভাতা, প্রতবন্ধী ও ভুমি সেবার অভিযোগ কারীদের তুলে ধরা সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে দেন। এছাড়াও গণশুনানিতে উত্থাপিত অন্যান্য অভিযোগ ও পরামর্শ খতিয়ে দেখে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট সেবাদাতা বিভাগের মাধ্যমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।