সৈয়দ মাসুদ রুমী কলেজে দিন দুপুরে অবৈধভাবে কলেজের গাছ কাটার অভিযোগ উঠেছে।
২৫ জুলাই বৃহস্পতিবার সকালে গাছগুলো কাটতে শুরু করছে বলে জানান স্থানীয়রা।
সুত্রে জানা যায়, বন বিভাগের অনুমতি ছাড়াই কলেজের পার্শ্ববর্তী ১৬টি মেহগনি ও নারিকেল গাছ কেটে ফেলে ম্যানেজিং কমিটি। পরে স্থানীয়রা গাছ কাটার বিষয়টি জেলা প্রশাসককে অবগত করে। অবশেষে বন বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার গাছ কাটা বন্ধ হয়।
এ বিষয়ে সৈয়দ মাসউদ রুমি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা জানান, গাছের ডালপালা কলেজ ভবনের টিনের চালের উপর আসায় গাছ গুলো কাটা হচ্ছিল। একটি রেজুলেশন করা হয়েছে। গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।