চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছরে করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সকল শিক্ষার্থীরা।
২৪ আগষ্ট বুধবার ১২টায় বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম থেকে শুরু করে কলেজ মোড় প্রদক্ষিন করে থানা মোড়ে গিয়ে তাদের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছিলা থানামোড় চত্বর।বিক্ষোভ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক'শ শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ইব্রাহিম হোসেন বলেন, ‘১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে ৩ বছরে রূপান্তরের উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। আমরা শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে উদ্বিগ্ন। এক অদূরদর্শীভাবে ডিপ্লোমা কোর্সের সময়সীমা হ্রাসের কথা ভাবা হচ্ছে। এতে করে আমরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হব।’
আরেক শিক্ষার্থী সোহানুর রহমান প্রান্ত বলেন, ‘আমাদের দাবি, অবিলম্বে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করে ছাত্রদের ক্ষোভ নিরসন করবেন। শুধু আমরা না, সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা এই উদ্যোগের কথা শুনে ক্ষুব্ধ। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করি না।’
বিক্ষোভ সমাবেশে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে হটকারী আখ্যা দিয়ে বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ চলছে। এ ধরনের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে না এলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যখন সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল স্রোতোধারায় নিয়ে আসার জন্য নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনাকে নস্যাৎ করবে। যে কোর্স দীর্ঘ ১০ বছর বহু স্টাডি গবেষণা ও আলোচনা পর্যালোচনাপূর্বক চালু করা হয়েছে, দেশ–বিদেশে সমাদৃত সেই কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানান তাঁরা।
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা বলেন, ‘শিক্ষার্থীরা থানামোড়ে গিয়ে বিক্ষোভ করছে আমরা বিষয়টি জানি। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাদের যৌক্তিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে বলি। মানুষের দুর্ভোগ হয়, এমন কোনো কাজ না করার জন্য আহ্বান রাখি।
কেএসসি/পিআইও
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি