কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ এলাকায় শিল্পীর জমিতে থাকা নিমগাছ রাসেল ও বাপ্পী বিক্রয় করে। পরে গাছ কাটতে আসলে শিল্পী বাধা দিলে রাসেল ও বাপ্পী শিল্পী খাতুন সহ শাওনের উপর অতর্কিত হামলা চালায়।
রাসেল ও বাপ্পী একই গ্রামের শালদাহ এলাকার আমির উদ্দিনের ছেলে।
২০ আগষ্ট শনিবার দুপুর ১টার সময় শালদহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, জোরপূর্বকভাবে শিল্পীর জমিতে থাকা নিমগাছ অন্যত্র বিক্রয় করে দেয় রাসেল ও বাপ্পী।পরে গাছ কর্তন করতে আসলে শিল্পী বাঁধা দিলে রাসেল ও বাপ্পী অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায় রাসেল ও বাপ্পী মোঃ শাওনকে শরীরের বিভিন্নস্থানে বেধড়কভাবে মারধর করে পরে শাওনের মা শিল্পী খাতুন ঠেকাতে আসলে শাওনের মা কে কিল ঘুষি ও লাথি মারিতে থাকে বুকে পিঠে মেরে রক্তাক্ত যখম করে ফেলে। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন মানুষ নিয়ে গিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়।
এবিষয়ে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি