কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ মোবের মোড় এলাকার মাদক ব্যাবসায়ী জহুরুল আবারো সক্রিয়। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতদিন ব্যবসা চালিয়ে যাচ্ছে এই কুখ্যাত ব্যবসায়ী। যেন দেখার কেউ নেই?
কুষ্টিয়া জেলা পুলিশের অভিজানে যখন জেলার সর্বস্তরে চলছে মাদক অভিযান, ঠিক তখনই প্রশাসনের চোখে ধুলো দিয়ে কাঁচা বাজার বসানোর মতোই চালিয়ে যাচ্ছেন জহুরুলের এই মাদক ব্যবসা। মাস ছয়েক আগে হরিপুরের ৪ নম্বর ওয়ার্ডের রশিদ মোড় এলাকা থেকে জহুরুল র্যাবের হাতে ১৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় গাঁজাসহ আটক হন। মাসখানেক জেল খেটে এসে আবারো পুনরায় রমরমা চালিয়ে যাচ্ছে তার এই সমাজ ধ্বংসকারি মরণব্যাধি মাদক ব্যবসা। শুধু তাই নয় তার বাড়ির পেছনে বাঁশবাগানে বসিয়েছেন জুয়ার হাট। কিন্তু তাকে জিজ্ঞাসা করলে তিনি জুয়া খেলার কথাটি অস্বীকার করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় কিছু কথিত সাংবাদিক এসে দুই একবার নিউজ করার কথা বলে ঘরের ভিতরে ঢুকে ফিসফিস করে আবার পড়ে চলে যান এবং ওই কথিত সাংবাদিককে কে এই মাদকের তথ্য দিয়েছে তা জানতে পারলে তাদের উপরে চড়া হয়ে বিভিন্ন ভাষায় হুমকি-ধামকি এবং গালিগালাজ করেন। এলাকাবাসী আরও বলেন তাদের এই মাদক কারবারের জন্য এলাকার উঠতি বয়সের ছোট ছোট ছেলেরা মাদকের সাথে জড়িত হয়ে পড়ছে এবং নেশার টাকা যোগান না দিতে পারায় এই সব ছেলেরা বিভিন্ন অপকর্ম কাজের সাথে লিপ্ত হয়ে পড়ছে। এলাকা বাসী আরও বলেন,আমরা চাই আপনাদের নিউজ এর মাধ্যমে প্রশাসনের চোখে পড়লে যাতে প্রশাসন খুব দ্রুত এর ব্যবস্থা নেন আমাদের শুধু এটুকুই দাবী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেনকে মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
আরআইসি/পরিবর্তনের অঙ্গীকার
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি