সংবাদ বিজ্ঞপ্তি : গত ৬ ই জুলাই ২০২২ আনুমানিক সকাল ১২ ঘটিকার সময় মিনু খাতুন নামের এক মানসিক রোগী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। মিনু খাতুনের বয়স ৫৫, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট, ঘাড়ে ও কাঁধে দাউদের দাগ আছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় জিডি করা হয়েছে যাহার জিডি নং- ১৪৩৯ ট্রেকিং নম্বরা- ৫৩২, তারিখ ৩০-০৭-২০২২।
কোন সদয় ব্যক্তি যদি মহিলাটি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
সন্ধান প্রাপ্তি মোহাম্মদ আমজাদ মাস্টার গ্রাম/ পোস্ট-জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া। মোবাইল নম্বর-০১৭১০৮৩৩৮২৪, ০১৭১৮৮২৮৭৪০।