সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ২৯ (উনত্রিশ) টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত- ৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর- ১৮ আগস্ট, ২০২২খ্রিঃ (বৃহস্পতিবার) তারিখে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রাজিবুল ইসলাম (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ২৯(উনত্রিশ) টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে (কুষ্টিয়া হতে ১২টি, ঢাকা-০৪ টি, যশোর-০৪ টি, ঝিনাইদহ-০২ টি, নাটোর-০২ টি, চুয়াডাঙ্গা- ০২ টি, লক্ষীপুর-০১ টি, রাজবাড়ী-০১ টি, ফরিদপুর-০১ টি) উদ্ধারসহ বিকাশ ব্যাংকিং মাধ্যমে প্রতারণাকৃত উদ্ধারকৃত-৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকা দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা অদ্য ১৮/০৮/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনিসুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ।
খালিদ সাইফুল