কুষ্টিয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এসপি খাইরুল আলম। শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়া স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।সেখানে জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলমসহ কুষ্টিয়া জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব বৃক্ষ রোপণ করেন এবং উপস্থিত লোকজনদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুর রহমান, ইইনচার্জ, CCIU, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও(১), মোঃ শহীদুজ্জামান, আরওআই, মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।
খালিদ সাইফুল/পিও