কুষ্টিয়া শহরে বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির হিড়িক পড়ে গেছে। একরাতে পাশাপাশি এলাকায় ১১ বিদ্যুত লাইনের তার চুরির খবর এখন টক অব দি টাউন । ২ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে শহরের কোটপাড়া এলাকায় ১০টি ও রেলপাড়ার থানাপাড়া অংশ থেকে ১টি বাসার বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি হয়ে গেছে। লাগাতার বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি হওয়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।
ভুক্ত ভোগী গ্রাহক ও সংশ্লিষ্ট বিদ্যুত বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে কোটপাড়ার রেলপাড়া এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা রবিউল আলমের তিলতলা বাড়ীর ৫টি বিদ্যুত লাইনের তার পোল থেকে মিটার পর্যন্ত কেটে নিয়ে কে বা কারা। একই রাতে পাশ্ববর্তী রনির বাড়ীর সংযোগ লাইনের তারটিও কেটে নিয়ে যায় চোরের দল।একই দিন গভীর রাতে কোটপাড়া গোশালা এলাকার সোলানী ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমানের দোতলা বাড়ী থেকে ৩টি মিটারের সার্ভিস লাইনের তার চুরি হয়।। একই সময়ে পাশ্ববর্তী জনাব মওলার বাড়ীর মিটারের তার কেটে নিয়ে যায় চোরের দল। এদিকে একই রাতে রেলপাড়ার থানা পাড়া অংশ থেকে সাইফুল ইসলামের বাড়ীর তার চুরি হয়েছে বলে ভুক্তভোগী জানান। ঘন ঘন বিদ্যুত চলে যাওয়ায় সুবিধা পাচ্ছে চোরের দল। রাতে সার্ভিস লাইন কাটার ফলে বিদ্যুৎ চলে গেলে বিষয়টি টের পাবার আগেই পালিয়ে যাচ্ছে অপরাধীরা। সম্প্রতি প্রতি রাতেই কুষ্টিয়া শহরে ব্যাপক ভাবে বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি হচ্ছে।
এসইউ/কেএসসি