খুলনা গণপূর্ত বিভাগ-২ এর সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) মোঃ আশরাফুল আলম প্রায় ১০ বৎসর যাবৎ একই স্থলে কর্মরত আছেন যার সুবাদে নানাভাবে প্রভাব বিস্তার করে সরকারী অর্থ অত্মসাৎ করার মত গুরতর অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদক সরজমিনে ও নথিপত্র পর্যালোচনা করে পাওয়া যায় যে, মরহুমা নেভীন পারভীন, অফিস সহকারী, খুলনা গনপূর্ত বিভাগ-২ কর্মরত ছিলেন ও ক্যাশিয়ার মোঃ আশরাফুল আলম এর ২য় স্ত্রী মরহুমা নেভীন পারভীন ২০১৯ সালে মারাযান তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপ-জেলায় সেখানে বাবা, মা, ভাই,বোন, স্বামী অত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে যান কিন্তু মরহুমার কোন সন্তান ছিল না। চতুর মোঃ আশরাফুল আলম ক্যাশিয়ার ও সিবিএর সভাপতি থাকার সুবাদে প্রভাব খাটিয়ে ওয়ারিশ সার্টিফিকেট তার নামে করিয়ে মরহুমার সকল প্রকার সুবাদি পাওনাদি নিজে নিয়ে নেন এমনকি তৃতীয় বিবাহ করার পরও পেনশনের টাকা চতুর মোঃ আশরাফুল আলম তুলে নেন মরহুমার বাবা মা ভাই ও বোন জীবিত থাকলেও তারা কিছুই পাননি তার প্রভাব বিস্তার করার কারণে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স বই বিক্রি করে সরকারী কোষাগারে প্রতিটি বই বাবদ একশত জমা দেয়ার নিয়ম থাকলেও মোঃ আশরাফুল আলম খুলনা গণপূর্ত বিভাগ-২ ক্যাশিয়ারের দায়িত্ব নেয়ার সরকারী কোষাগারে লাইসেন্স বই বিক্রি বাবদ একটি টাকাও জমা দেয়নি লক্ষ লক্ষ টাকা অত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার প্রতিবেদকে বলেন মেরামত কাজের বিল থেকে আশরাফ সাহেব কে ১% কমিশন ও বিল্ডিং নিমান বা অরজিনাল কাজের ক্ষেত্রে ০.৫% দিতে হয়। প্রতিবেদক গ্রামের বাড়ি ও খোজ নিয়ে জানেন যে, মোঃ আশরাফুল আলম সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) অর্থ অত্মসাৎ ও কমিশন বানিজ্য করে নিজ এলকা নড়াইল ১০ শতক জমির উপর তিলতলা বাড়ি নির্মান করেছে, খুলনা টুটুল নগরে ০৫ শতক ও খুলনা দিঘলিয়া উপজেলাধীন সেনহাটীতে ১০ শতক জমির উপর বাড়ি আছে। অফিস একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে বলেন মোঃ আশরাফুল আলম ক্যাশিয়ার ও আমাদের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হওয়ায় প্রভাব খাটিয়ে গোটা অফিস তিনি নিয়ন্ত্রন করেন এমন কি সকল প্রকার ষ্টেশনারী মালামাল ক্রয় সহ যাবতীয় অফিসের ক্রয় তিনি করেন। এমনকি এই দুর্নীতিবাজ কর্মচারী সিবিএর প্রভাব খাটিয়ে অফিস রুমে এসি লাগিয়ে বিলাসিতার সাথে অফিস করছে। এই বিষয় অভিযুক্ত মোঃ আশরাফুল আলম সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) এর মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
এসএনএইচ/কেএইচসি
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি