মিরপুর(কুষ্টিয়া) থানাধীন গোবিন্দপুর এলাকা হতে ২৪০ পিচ ইয়াবা, ১টি মটরসাইকেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটকঃ
এসআই (নিঃ)/ অনুপ কুমার মন্ডল সঙ্গীয় এএসআই(নিঃ)/ মোঃ রোকনুজ্জামান, এএসআই(নিঃ)/ মোঃ সিরাজুল ইসলাম, কং/১৪৪০ মোঃ আলী হোসেন, কং/২১৮ মোঃ আমিরুল ইসলাম, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া এর জিডি নং-২৬৮, তাং-২২/০৭/২০২২ খ্রিঃ মূলে আইন-শৃংখলা, মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন ১৫.৩০ ঘটিকার সময় মিরপুর থানাধীন মশান বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, মিরপুর থানাধীন পশ্চিম গোবিন্দপুর গ্রামস্থ জনৈক মোঃ মাসুদুর রহমান(৪৫), পিতা-মৃতঃ আহসান উল্লাহ এর বসত বাড়ীতে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসিতেছে। উক্ত সংবাদ তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিলে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম ব্যক্তিগত তদারকি এবং ডিবি’র অভিযান পার্টি ইনচার্জকে সঠিক নির্দেশনাসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলিলে ২২/০৭/২০২২ তারিখ ১৬.০৫ ঘটিকার সময় ডিবি’র পার্টি ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ জনৈক মোঃ মাসুদুর রহমান এর বসত বাড়ীর পাশ্বস্থ চায়ের দোকানে অবস্থান করে। কিছুক্ষন পর দুইজন ব্যক্তিকে একটি মোটরসাইকেল যোগে মোঃ মাসুদুর রহমান(৪৫), পিতা-মৃতঃ আহসান উল্লাহ এর বসত বাড়ীতে প্রবেশ করিলে তৎক্ষনিক আটকের জন্য আগাইয়া আসিলে তিন জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদুর রহমান(৪৫), পিতা-মৃতঃ আহসান উল্লাহ, সাং-পশ্চিম গোবিন্দপুর, থানা-মিরপুর, ২। মোঃ লালন উদ্দিন(৩৩), পিতা-মৃতঃ আরমান মালিথা, সাং-হাটশ হরিপুর, ৩। মোঃ নাইমুন সাদিক খাঁন (৩০), পিতা-মোঃ ইতি খাঁন, সাং-পূর্ব মজমপুর(ঝাউতলা), উভয় থানা-কুষ্টিয়া সদর, সর্ব জেলা-কুষ্টিয়াদের আটক করে। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীর সম্মুখে বিধি মোতাবেক ধৃত ১নং আসামীর নিকট রক্ষিত ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১,৩৭,০০০/-(এক লক্ষ সাইত্রিশ হাজার) টাকা, ২নং আসামীর নিকট রক্ষিত ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩নং আসামীর নিকট রক্ষিত ৯০(নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট যাহা সর্বমোট ২৪০(দুইশত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, আসামীদের মাদকদ্রব্য বহনে ব্যবহৃত একটি কালো রংয়ের HERO HONDA CBZ 150 CC মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-২২/০৭/২০২১ তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে।