কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় জড়িত ইমরান শেখ ইমন (৩২)নামে আরও একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২১ জুলাই) রাতে শহরের রাজারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম।গ্রেফতার ইমরান শেখ ইমন শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে জেলা ও জেলার বাইরের থানায় ৪টি মামলা চলমান রয়েছে। সে কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির নেতা ছিলেন। জেলা যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তার সখ্যতা রয়েছে।
এরআগে গত ১৫ জুলাই শুক্রবার এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েল (৩৫)। তারা এখন কারাগারে রয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত ৩ জুলাই রোববার রাত ৯টার দিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেটসংলগ্ন তার পত্রিকা অফিসে কাজ করছিলেন। এমন সময় তার মোবাইলে কল পেয়ে তিনি অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর উপর নির্মাণাধীন যদুবয়রা সংযোগ শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।
এঘটনায় শুক্রবার (৮ জুলাই) নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের মৃত হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল-মদিনা ভাণ্ডার নামে ছোট ভাইয়ের সঙ্গে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি ঠিকাদারিও করতেন।
মেপ/খসাচ
Post Views: 53