কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলামের নকল সিগারেট তৈরী কারখানা ও গুদামে কাস্টমস ও ভ্যাট এক্সাইজ বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল নামিদামি সিগারেট, ব্যান্ডরোল, ফেনসিডিল, ইয়াবা, মদ ও গাঁজা গাছসহ নানা জাতের মাদক উদ্ধার করেছে। এসময় অভিযান অসমাপ্ত থাকায় ওই কারখানা ও গুদামে সিলগালা করে দেন কাষ্টমস বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডর স্কোয়ড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৭নং সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের স্বত্ত্বাধিন সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামক নকল সিগারেট তৈরী কারখানার সন্ধান পাই। বাহিরে থেকে তালাবদ্ধ ওই কারখানার ভিতরে তল্লাসীকালে সেখানে নকল সিগারেট তৈরীরত শ্রমিকদের দেখতে পায়। এঘটনায় সন্দেহ আরও ঘনিভুত হওয়ায় যৌথ ভাবে ওই অভিযান টিমে থাকা কাষ্টমস কর্মকর্তারা ব্যাপক তল্লাসীতে নামে। এসময় সেখানে যা কিছু পাওয়া যায় তার সবই ছিলো অবৈধ ও দখলে রাখা বে-আইনী।
সদরপুর এলাকায় ওই সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজে তল্লাসীকালে সেখান থেকে কারখানায় স্থাপিত অবৈধ সিগারেট তৈরির মেশিন, ডারবি-বেনসনসহ বহুল জনপ্রিয় উচ্চমূল্যের ব্র্যন্ডের বিপুল পরিমান সিগারেটসহ সিগারেট তৈরীর মালামাল ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের পরিদর্শক আমিনুল ইসলাম।
এবিষয়ে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মহা. পারভেজ আল জামান তিনি বলেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালিযেছি। সেখান থেকে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা পর্যবেক্ষন শেষে এঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এবিষয়ে ওই ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি। মুঠোফোনে কলরিসিভের অনুরোধ জানিয়ে খুদে বার্তা দিয়েও কোন সারা পাওয়া যায়নি।
হাসান/খালিদ
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: মো: হাসান আলী
প্রধান উপদেষ্টা: মোঃ ওবাইদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক: খালিদ সাইফুল
নির্বাহী সম্পাদক: রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মিজানুর রহমান
বার্তা সম্পাদক: আব্দুল কাদের
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: লাল মোহাম্মদ সড়ক, হাটশ হরিপুর নদীরকুল, কুষ্টিয়া-৭০০০।
মোবাইল : ০১৮১৫-৭১৭০৩৪ । ইমেইল : khalidsyful@gmail.com ।
ই-পেপার কপি