জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. চয়েন উদ্দিন মোল্লা।
গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র শামছুজ্জামান অরুন। এসময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।